
ইতোমধ্যে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে ইন্সটল করতে হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা জানব কিভাবে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভলপমেন্ট শিখব।
বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেসের চাহিদা বেশ তুঙ্গে। ওয়ার্ডপ্রেস দিয়ে একটা পরিপূর্ণ ওয়েবসাইট বানাতে গেলে আপনাকে প্লাগইনের সাহায্য নিতেই হবে। ওয়ার্ডপ্রেসের নিজস্ব ওয়েবসাইটে অনেক প্লাগইন পাওয়া যায়। যেগুলো ডেভলপাররা কাজের সুবিধার জন্য তৈরি করেছেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের প্রয়োজন অনুযায়ী প্লাগইন পাওয়া যায় না। আমরা অনেক প্লাগইন ব্যবহার করি, অথচ আমরা অনেকেই জানিনা যে কিভাবে এই প্লাগইনগুলো বানানো হয়।
ওয়ার্ডপ্রেস প্লাগইন বানানোর জন্য আগে থেকেই আপনাকে কিছু বিষয় ভালোভাবে জেনে বা শিখে নিতে হবে। সেগুলো হচ্ছে –
- এইচটিএমএল
- সিএসএস
- জাভাস্ক্রিপ্ট
- জেকুয়েরি, অ্যাঙ্গুলার জেএস, রিঅ্যাক্ট জেএস,
- পিএইচপি
- অবজেক্ট অরিয়েন্টেট পিএইচপি
- বিশেষ করে php Closure, Traits, Design pattern, Data Structures, Regular Expression ইত্যাদি সম্পর্কে বেশ ভালো ধারণা থাকতে হবে।
- ওয়ার্ডপ্রেসের ফাংশনালিটি সম্পর্কে ধারণা থাকতে হবে।
আজ এ পর্যন্তই। ওয়ার্ডপ্রেস সম্পর্কিত আরো জানতে টেকপেজবিডি’র সাথেই থাকুন।