
সিপ্যানেলের ইমেইল সুবিধাকে ওয়েবমেইল বলা হয়। সিপ্যানেলের অন্যতম ফিচার হল ওয়েব মেইল। এর মাধ্যমে আপনি আপনার সাইট থেকেও ইয়াহু বা জিমেইলের মত ইমেইল একাউন্ট তৈরী করতে পারবেন এবং ইমেইল সুবিধা উপভোগ করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে একটি ওয়েবমেইল একাউন্ট তৈরী করতে হবে। নতুন ইমেইল একাউন্ট তৈরী করার জন্য প্রথমে আপনার সাইটের সিপ্যানেলে লগইন করুন। এরপর সিপ্যানেল হতে Email Accounts অপশনটি খুজে বের করুন এবং তাতে ক্লিক করুন। ছবিটির মত পেজ ওপেন হবে…
এখানে মেইলের জন্য ইউজার নেম, পাসওয়ার্ড এবং Mailbox Quota অপশনে ওই একাউন্টের জন্য প্রয়োজনীয় মেমোরি-স্পেস সিলেক্ট করুন। এবার Create Account বাটনে ক্লিক করুন। আপনার মেইল একাউন্ট তৈরী হবে এবং আপনাকে কনফার্মেশন মেসেজ দিয়ে জানানো হবে। আমরা আমাদের মেইল একাউন্ট তৈরী করেছি। এখন আমরা আমাদের মেইল একাউন্টে প্রবেশ করব, অর্থাৎ লগইন করব। ইতোপূর্বে আমরা বিভিন্ন কোম্পানির ইমেইল ব্যবহার করেছি। আর উক্ত মেইল চেক করার জন্য আমরা সাধারণত mail.provider.com এই ধরনের এড্রেস ব্যবহার করেছি। কিন্তু ওয়েবমেইলের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। এক্ষেত্রে ইমেইল একাউন্টে প্রবেশ করার জন্য example.com/webmail এ যেতে হবে। অর্থাৎ, আপনার সাইটের নাম যদি হয় example.com, তবে আপনাকে example.com/webmail ভিজিট করতে হবে। এবার আপনার সাইটের নাম অনুযায়ী উক্ত ঠিকানায় যান। তারপর ওপেন হওয়া পেজটিতে আপনার ওয়েবমেইল ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
বিষয়টি সুন্দরভাবে বোঝার জন্য ভিডিওটি দেখুন…
টেকনোলজি সংক্রান্ত নতুন নতুন আপডেট নিউজ জানতে টেকপেইজবিডি’র সাথেই থাকুন।
Kauser Ahmed
I am online Marketer.
Iqbal Hossen
August 14, 2018 at 8:53 pmNice
Kauser Ahmed
September 1, 2018 at 10:37 amthanks