
সি-প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করা ওয়েবসাইটের জন্য একটি প্রয়োজনীয় বিষয়। কারণ এটি আপনার ওয়েবসাইটের Security এর সাথে জড়িত। নতুন হোস্টিং কেনার সময় Default পাসওয়ার্ড দেওয়া থাকে। নতুন অবস্থায় সি-প্যানেলের default পাসওয়ার্ড পরিবর্তন করে নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
একটি ওয়েবসাইটের সি-প্যানেলের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করা হয় তা দেখানো হলঃ
প্রথমে হোস্টিং সিপ্যানেলে প্রবেশ করতে হবে। হোস্টিং সি-প্যানেলে প্রবেশ করার জন্য আপনার ডোমেইন নেইমের এর পরে একটি স্ল্যাশ (/) দিয়ে লিখতে হবে সি-প্যানেল। হোস্টিং ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার হোস্টিং সি-প্যানেলে লগইন করুন। লগইন হয়ে গেলে সি-প্যানেলের টপ বার মেনু থেকে Down Arrow Button ক্লিক করব। এখান থেকে Password & Security Button এ ক্লিক করব। অথবা নিচে Preference নামে একটি অপশন দেখতে পারব। এখান থেকে Password & Security Button এ ক্লিক করব। পাসওয়ার্ড অপশনে গিয়ে বর্তমানে যে পাসওয়ার্ড দিয়ে লগইন করা হয়েছে সেই পাসওয়ার্ডটি দিব। নিউ পাসওয়ার্ড এর জন্য সি-প্যানেলের পাসওয়ার্ড জেনারেট অপশন ব্যবহার করব। এজন্য পাসওয়ার্ড জেনারেটর এই button এ ক্লিক করব। জেনারেট হওয়া পাসওয়ার্ডটি কোথাও সেভ করে রাখব। এরপর নিচে ইউজ পাসওয়ার্ড button এ ক্লিক করব। এরপর Change your password now এই button এ ক্লিক করব। পাসওয়ার্ড Successful Reset হয়ে গেলে আপনার সি-প্যানেলে অটোমেটিক Log out হয়ে যাবে। এভাবে আমরা হোস্টিং সিপ্যানেলের পাসওয়ার্ড Change করতে পারি।
বিষয়টি আরও সুন্দরভাবে বোঝার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন…
Kauser Ahmed
I am online Marketer.